মনে রাখবেন, একটি খালি সিভি নিয়োগকর্তার কাছে আপনাকে অনভিজ্ঞ প্রার্থী হিসেবে তুলে ধরবে। আবার যোগ্যতা,দক্ষতা, এবং অভিজ্ঞতার অভাবে আপনি হয়তো সম্পূর্ণ একটি সিভি তৈরি করতে পারছেন না।
এমন পরিস্থিতিতে ম্যাজিকের মতো কাজ করবে আমাদের আজকের এই Empty CV Tips রিলেটেড আর্টিকেলটি। কেনো? জানতে চাইলে আমাদের সাথেই থাকুন।
Reason Of Empty CV
শুরুতেই চলুন যেকোনো সিভি দেখতে বেশ ফাঁকা ফাঁকা লাগার মূল কারণ কি সে সম্পর্কে আলোচনা করা যাক। মূলত আপনার সিভি দেখতে বেশ ফাঁকা সিভি মনে হবার কারণ হলো:
- সম্ভবত আপনি ভুল সিভি টেমপ্লেট বাছাই করেছেন
- হতে পারে আপনার কাজের অভিজ্ঞতা কম
- আপনি হয়তো সিভিতে ব্যবহার করা যায় এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিস করছেন
- হতে পারে সিভিতে নিজের যোগ্যতা ভুলভাবে উপস্থাপন করছেন
সবশেষে কারণে হিসেবে বলব, এতদিন হয়তো আমাদের এই আর্টিকেলটি আপনার চোখে পড়েনি
Empty CV Tips And Tricks
চলে এলাম আর্টিকেলের মূল অংশ অর্থ্যাৎ Empty CV Tips সম্পর্কিত আলোচনায়। নিজের সিভিকে পরিপূর্ণ, মানসম্মত এবং আকর্ষণীয় রাখতে নিচের টিপস সমূহ ফলো করুন
লেআউট: Empty CV Tips
লেআউট বলতে কোনো তথ্যের সারিবদ্ধ অবস্থাকে বোঝানো হয়। অনেকসময় সিভির লেআউট ঠিক না হলে সিভি দেখতে বেশ ফাঁকা ফাঁকা লাগে। এই ধরনের সমস্যা এড়িয়ে চলতে হলে আপনাকে লেআউট এ মনযোগ দিতে হবে৷ লেআউটে মনযোগ দেওয়া মানে সিভিতে:
- সঠিক ফন্ট ব্যবহার করা
- উপযুক্ত হেডিং রাখা
- তালিকা করে সাবজেক্ট সাজানো
- প্রয়োজনীয়তা অনুসারে তথ্যের তালিকা করা
- নির্দিষ্ট ও সঠিক লাইন স্পেসিং ব্যবহার করা
- প্রয়োজন অনুসারে বুলেট পয়েন্ট এর ব্যবহার
- ৬ টির বেশি বুলেট পয়েন্ট ব্যবহার না করা
- পিডিএফ ফাইলে কনভার্ট করে সিভি ব্যবহার করা
- যেকোনো ধরনের একক কলাম সিভি টেমপ্লেট এড়িয়ে চলা
- বেশ কমন সিভি টেমপ্লেট ব্যবহার না করা
ফরম্যাট: Empty CV Tips
সিভিকে পরিপূর্ণতা প্রদান করতে শুরুতেই সঠিক ফরম্যাট বেছে নেয়া জরুরি। কারণ, সিভির ফরম্যাট ঠিক না থাকলে পরিচিতি, যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পর্কিত তথ্য সঠিকভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা যায় না।
যার কারণে প্রথম দৃষ্টিতেই খানিকটা অসম্পূর্ণ মনে হয়। সুতরাং সিভির জন্য এমন ফরম্যাট বেছে নিন যে ফরম্যাটে একই সাথে সাবজেক্ট এবং সাবজেক্ট এর বর্ণনা সাবলীলভাবে উপস্থাপন করা যায়।
মার্জিন: Empty CV Tips
আপনার সিভি খালি মনে হওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো সিভিতে সঠিক মার্জিন লাইন ব্যবহার না করা। সঠিক মাপের মার্জিন ব্যবহার না করলে সিভির বড় একটি অংশ ফাঁকা থেকে যাওয়ার সম্ভাবনা রয়ে যায়।
পেইজে অনেক খালি জায়গা তৈরি হওয়ার কারণে সিভিটিকে দেখতে বেশ অসম্পূর্ণ মনে হয়। যারা নিজেরাই সিভি টেমপ্লেট তৈরি করে সিভি রেডি করবেন ভাবছেন তারা চারপাশে ১ ইঞ্চি করে মার্জিনের ব্যবস্থা রাখবেন।
আর যারা মার্জিনের এই ঝামেলা এড়িয়ে চলতে চান তারা সাশ্রয়ী মূল্যে আমাদের এই ওয়েবসাইট থেকে পছন্দের সিভি টেমপ্লেটটি ডাউনলোড করে নিতে পারেন।
ফন্ট: Empty CV Tips
আপনি সিভির জন্য যে ফন্টটি ব্যবহার করবেন তা যদি দেখতে বেশ ছোট হয় সেক্ষেত্রেও আপনার সিভি Empty ফিল করতে পারে।
মোটকথা আপনার ফন্টের আকার ভুল হলে প্রথম দেখয় সিভিটিকে অসম্পূর্ণ মনে হতে পারে। ফন্টের কারণে আপনার সিভি এমন সমস্যায় পড়লে নিচে দেয়া টিপসগুলো ফলো করুন:
- সঠিক ফন্ট বেছে নিন
- ফন্ট সাইজ ১০ বা ১২ এর ভেতরে রাখুন
- সাবজেক্টের জন্য ফন্ট সাইজ ১৪ থেকে ১৬ এর ভেতরে ব্যবহার করুন
- টাইমস নিউ রোমান ফন্ট ব্যবহার করা থেকে বিরত থাকুন
- তুলনামূলক ভাবে আকারে বড় এমন ফন্ট ব্যবহার করুন
কালার: Empty CV Tips
সিভি বড় ছোট হওয়ার ক্ষেত্রে কালারও ফ্যাক্ট করে। সুতরাং একই প্যালেটে অনেক রং ব্যবহার থেকে বিরত থাকুন। নতুবা সিভি দেখতে বেশ আনপ্রফেশনাল এবং অগোছালো দেখাবে।
আপনার সিভির ব্যাকগ্রাউন্ড কালার যদি ব্রাইট কালার হয় সেক্ষেত্রে ডিপ কালারের টেক্সট ব্যবহার করুন।
অন্যদিকে আপনি যদি ডিপ কালারের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেন সেক্ষেত্রে ব্রাইট কালারের টেক্সট ব্যবহার করার যথাসাধ্য চেষ্টা করুন। সেই সাথে কালারসেন্স ঠিক রাখুন।
Empty CV Fill Up Tips
Empty CV Tips সম্পর্কে তো জানলেন। এবারে চলুন আলোচনা করা যাক কিভাবে একটি Empty CV ডিপ্লোমেটিক পদ্ধতিতে ফিল আপ করা যায়।
১. যোগাযোগের তথ্য: Empty CV Fill Up Tips
আমরা যেকোনো সিভিতে যোগাযোগের তথ্য হিসেবে কেবল ফোন নাম্বার এবং স্থায়ী ঠিকানা দিয়ে বসে থাকি। এমনটা না করে সিভি বড় করতে চাইলে:
- ইমেইল অ্যাড্রেস দিন
- শহর মেনশন করুন
- LinkedIn আইডি দিন
- স্যোশাল মিডিয়া লিঙ্ক দিন
- ফ্রিল্যান্সার হলে মার্কেটপ্লেসের আইডি দিন
- সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলে গিটহাবের আইডি দিন
২. সিভি অবজেক্টিভ: Empty CV Fill Up Tips
শুরুতেই বলে রাখি অবজেক্টিভ মানে হলো কোনো কিছুর উদ্দেশ্য। সিভি অবজেক্টিভের ভেতরে ক্যরিয়ারের উদ্দেশ্যে, সিভির সারাংশ, প্রফেশনাল যেকোনো তথ্য, কাজের অভিজ্ঞতা, দক্ষতা ইত্যাদি অন্তর্ভুক্ত। সিভিকে পরিপূর্ণতা দান করতে সিভি অবজেক্টিভ হিসেবে নিচের তথ্যগুলো ব্যবহার করুন:
- আপনি কত বছর কাজ করেছেন
- আপনার কত বছরের অভিজ্ঞতা রয়েছে
- এখন পর্যন্ত আপনার সেরা অর্জনগুলো কি কি
- আপনার কি কি দক্ষতা রয়েছে
- আপনার একাডেমিক কোয়ালিফিকেশন কতটুকু
যাদের দেয়ার মতো উপযুক্ত তথ্য নেই তারা সিভি সারাংশ বা সিভি সামারিটি বড় করতে পারেন যেখকনে আপনি আপনার ইমোশনাল স্কিল যেমন লিডারশিপ স্কিল, কমিউনিকেশন স্কিল কিংবা নতুন কিছু শিখার প্রতি আগ্রহ সম্পর্কিত গুণাবলিসমূহ উপস্থাপন করতে পারেন।
৩. প্রয়োজনীয় দক্ষতা: Empty CV Fill Up Tips
যেকোনো সিভির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সিভির স্কিল। এক্ষেত্রে হার্ড স্কিরের পাশাপাশি সফট স্কিল সম্পর্কিত তথ্যও রাখুন। আর যারা এই হার্ড স্কিল বা সফট স্কিলের মানেটুকু বুঝতে পারছেন না তাদের বলে রাখি:
হার্ড স্কিল: হার্ড স্কিল হলো টেকনিক্যাল যে কোনো স্কিল। এই ধরনের প্রায় প্রতিটি স্কিলের জন্যই কোর্স করতে হয়। কন্টেন্ট রাইটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ম্যানেজার, শিক্ষকতা, ইঞ্জিনিয়ারিং, কোডিং এক্সপার্ট ইত্যাদি হলো হার্ড স্কিলের উদাহরণ।
সফট স্কিল: যেসব স্কিল সাধারণত ইমোমন রিরেটেড হয় সেসব স্কিলকে সফট স্কিল বলা হয়। যেমন: লিডারশীপ, কমিউনিকেশন স্কিল, দ্রুত শেখার স্কিল ইত্যাদি হলো সফট স্কিলের উদাহরণ।
মনে রাখবেন যেকোনো সিভিতে হার্ড স্কিল এবং সফট স্কিল উভয়ের ব্যবহারই গুরুত্বপূর্ণ। সিভির এই অংশটিতে আপনি বুলেট পয়েন্ট ব্যবহার করতে পারেন। ফলে দ্যৈর্ঘের দিক দিয়ে সিভি বড় হয়ে উঠবে। সিভির এই অংশে শব্দসংখ্যা আরও বাড়াতে চাইলে প্রতিটি স্কিল নিয়ে ২ থেকে ৩ লাইন করে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন।
৪. শিক্ষাগত যোগ্যতা: Empty CV Fill Up Tips
আপনি যদি মনে করেন আপনার সিভিতে খালি জায়গার পরিমাণ বেশি সেক্ষেত্রে আপনি শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত তথ্য দিতে পারেন। বিস্তারিত তথ্য হিসেবে আপনি নিচের তথ্যগুলো ফুটিয়ে তুলতে পারেন:
- আপনি কতটুকু পড়াশোনা করেছেন
- আপনার সর্বোচ্চ ডিগ্রি কতটুকু
- কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন
- প্রতিটি ডিগ্রির রেজাল্ট কেমন ছিল
- আপনার ডিগ্রিটি উক্ত পদের সাথে কতটা সামনঞ্জস্যপূর্ণ
- কোন বছরে কোন ডিগ্রিটি সম্পূর্ণ করছেন ইত্যাদি।
ঐচ্ছিক বিভাগ: Empty CV Fill Up Tips
যেকোনো সিভির খালি অংশ পূরণ করার ভালো উপায় হলো সিভিতে ঐচ্ছিক বিষয় সংযুক্ত করা। আপাতদৃষ্টিতে এই বিভাগটিকে মূল্যহীন বলে মনে হলেও এটি সিবির সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে তুলতে পারে।
এই ঐচ্ছিক বিভাগে আপনি কাজের সাথে সম্পর্কিত যেকোনো শখ বা ইচ্ছা সম্পর্কিত তথ্য সংযুক্ত করতে পারেন। যেমন:
- সেচ্ছাসেবকের কাজ
- লিডারশীপের কাজ
- নতুন ভাষা শেখার প্রতি আগ্রহ
- যেকোনো ক্লাব, সংগঠন বা সমিতিতে যোগ দেয়ার নেশা
- কোনো স্কিল শেখানোর প্রতি আগ্রহ
- লেখারেখির নেশা এবং ডিজাইনিং এর প্রতি ঝোঁক ইত্যাদি।
ইতিকথা
আশা করি Empty CV Fill Up Tips সম্পর্কে বিস্তারিত জানাতে পেরেছি। আমাদের আর্টিকেলে উল্লেখ করা টিপস সমূহ ফলো করে যদি সিভি সাজাতে পারেন আশা করি সিভির কোনো অংশ খালি থাকবে না।
আর হ্যাঁ! সিভির কোনো অংশ খালি থাকার মতো ঝামেলা এড়িয়ে চলতে চাইলে আমাদের ওয়েবসাইট থেকে সাশ্রয়ী মূল্যে আপনার পছন্দের সিভি ফরম্যাটটি ডাউনলোড করে নিতে পারেন। বেস্ট অফ লাক!