Skills to Put on Resume

Top Skills to Put on Resume 2023 (Bengali Version)

বর্তমানে বেশিরভাগ চাকরির ক্ষেত্রেই প্রয়োজন পরিবর্তনযোগ্য দক্ষতা অর্জন করা। যা না থাকলে চাকরি পাওয়া বা নিজেকে টিকিয়ে রাখাটাই কঠিন হয়ে পারে Let’s see Best Skills to Put on Resume। 

 

মনে রাখবেন একজন নিয়োগকর্তা তার পদের নিয়োগ বিজ্ঞপ্তির জন্য যে সঠিক দক্ষতাগুলি খুঁজছেন তার বেশিরভাগই কাজের বিবরণে স্পষ্টভাবে উল্লেখ করা হয়ে থাকে। সুতরাং আবেদন করার সময়ই আপনাকে চাকরির সাথে সংগতিপূর্ণ স্কিল আছে কিনা তা নিশ্চিত করতে হবে। 

 

এক্ষেত্রে Computer Skills For Resume, Personal Skills For Resume, Language Skills for resume, Soft Skills For Resume, Technical Skills For Resume ইত্যাদির সাথে সঠিক পিচিতি থাকার প্রয়োজন পড়বে। 

 

Skills To Write In Resume

আমাদের আজকের এই Skills To Write In Resume রিলেটেড আর্টিকেলে শেয়ার করবো বেশকিছু কমন স্কিল। সেই সাথে থাকছে Resume Skills Examples চেক করে নেবার সুযোগ এবং সাশ্রয়ী প্রাইজে নিজের নামে রেডিমেড সিভি। 

 

নেতৃত্বের দক্ষতা: Personal Skills For CV

এটি হয়তো নতুনদের জন্য Hard Skills For Resume মনে হতে পারে। কিন্তু অভ্যাসের তাগিদে এই দক্ষতা আপনাআপনিই তৈরি হতে পারে। So, it is important to find Skills to Put on Resume

 

এক্ষেত্রে নিজের মাঝে একইসাথে সহমর্মিতা, নির্ভরযোগ্যতা, ইতিবাচকতা, শিক্ষাদান এবং পরামর্শ দেওয়ার ক্ষমতা তৈরি করতে হবে। এতে করে চাকুরি ক্ষেত্রে লিডিং করার বিষয়টি যথেষ্ট সহজ হয়ে উঠবে। So, it is important to find Skills to Put on Resume

 

বলে রাখা ভালো সৃজনশীলতা এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতাও নেতৃত্বের ছত্রছায়ায় থাকা সেরা গুণাবলীগুলির একটি৷ তবে আফসোসের বিষয় হলো কমপক্ষে দুই তৃতীয়াংশ ব্যাক্তিরই এই নেতৃত্বের গুণটি আয়ত্ত করার কোনো অভ্যাস নেই। 

 

Best Digital Marketing Resume Template In 2023

 

যাদের মাঝে এই Personal Skills For CV এর অভাব রয়েছে তারা কর্মক্ষেত্রে, স্কুলে বা স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে তা রপ্ত করে নিতে পারেন। চাইলে কোর্সের সাহায্যেও এই বিষয়টতে এগিয়ে থাকা যেতে পারে। 

 

পরিকল্পনা: Personal Skills For CV

অনেকেই কোনোভাবেই গুছিয়ে কাজ করতে পারে না। বেশিরভাগ কাজকে বিচ্ছিন্ন কাজের ভিন্ন ভিন্ন সিরিজে ভাগ করার কারণে দিনশেষে কোনোভাবেই কাজ ফুরোয় না। হোক তা ব্যাক্তিগত জীবনে বা প্রফেশনাল জীবনে। 

 

সিভিতে কিন্তু এই পরিকল্পনা করার দক্ষতা যোগ করাটা বেশ গুরুত্বপূর্ণ। কারণ বিভিন্ন কোম্পানি, যারা তাদের বিজনেসটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে ইচ্ছুক, তারা সহসাই ভালো পরিকল্পনা করতে পারে এমন প্রার্থীকে নির্বাচন করতে চায়৷ 

 

তাছাড়া সঠিকভাবে পরিকল্পনা করতে পারলে বা এক্ষেত্রে দক্ষ হলে কর্মক্ষেত্রে অনেক চাপ থেকে মুক্তি পাওয়া যায়। 

 

দ্রুত দক্ষতা অর্জন: Personal Skills For CV

দ্রুত দক্ষতা অর্জন হলো আরো একটি Good skills to put on a resume। কারণ সমসাময়িক কর্মজগত বেশ দ্রুত গতিশীল। 

 

বহু-দক্ষ কর্মচারী যারা ক্রমাগত নতুন দক্ষতা এবং চ্যালেঞ্জের সাথে খাপ খাইয়ে নিতে পারছে তারাই কেবল এই গতিশীল পথে টিকে থাকতে পারছে। তাছাড়া যেকোনো চাকুরিক্ষেত্রেই এই দক্ষতায় দক্ষ ব্যাক্তিদের খুব বেশি খোঁজ করা হয়। 

 

এক্ষেত্রে আপনাকে জানতে হবে কিভাবে দিনে এক ঘণ্টা অনুশীলনের মাধ্যমে দ্রুত নতুন কোনো স্কিল শেখা যায়। পরবর্তীতে অর্থোপার্জনের জন্য কীভাবে এটিকে কাজে লাগাতে হয় সেটিও জেনে রাখা উচিত। 

 

এনালাইস করা: Personal Skills For CV

Skills In Curriculum Vitae Example হিসাবে আমরা যেকোনো তথ্য এনালাইসিস করার কথা বলতে পারি৷ কারণ গুণগত এবং পরিমাণগত তথ্যের সাথে মোকাবিলা করতে পারাটা যেকোনো প্রজেক্টের জন্যই বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে So, it is important to find Skills to Put on Resume। 

 

লজিক অনুযায়ী বর্তমানে বেসরকারী, সরকারী এবং তৃতীয় খাতের সংস্থাগুলি সংখ্যায় নিজেদের পরিমাপ করে থাকে। এক্ষেত্রে প্রয়োজন পড়ে বসকে ট্র্যাক রেকর্ড দেখানো, বিশেষ করে লাভের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে মাথায় রাখার মতো গুরুত্বপূর্ণ স্কিলের। 

 

কর্মক্ষেত্রে উদ্যোগ নিতে সক্ষম হওয়া, টিম মেম্বারদের তথ্য সম্পর্কিত যেকোনো গাইড দেওয়া ইত্যাদি বিষয়াদি হলো এই স্কিলের বেশ গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং যাদের ডেটা সেটের সাথে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা আছে তারা এই স্কিলটিকে সিভিতে উল্লেখ করতে পারেন। 

 

ইতি কথা: Skills to Put on Resume

উপরোক্ত Personal Skills ছাড়াও আপনাকে Computer Proficiency In Resume নিশ্চিত করতে হবে। এই প্রযুক্তির যুগে কম্পিউটার ছাড়া যেনো কোনো অফিসই সঠিকভাবে চলে না! সুতরাং কম্পিউটার অপারেটিং স্কিল যাদের ইতিমধ্যেই আছে তারা এটিকে প্লাস পয়েন্ট ভেবে নিতে পারেন। 

Best Customer Service CV for Job in Canada-(MS Word Editable Format 2023)

 

সেই সাথে Area Of Expertise In CV নিশ্চিত করতে দরকার মেধা। আর এই মেধা বাড়াতে খাবার গ্রহণের অভ্যাস, দৈনন্দিন সুস্থ রুটিন এবং ব্যায়ামের মতো বিষয়গুলির দিকে মনোযোগ দিতে পারেন। এই ছিলো গুরুত্বপূর্ণ কিছু Skills in Resume For Freshers। যা সহজেই অর্জন করা যায় এবং প্রতিটি জব সেক্টরেই যাদের প্রয়োজন অনস্বীকার্য। 

Please follow and like us:
error20
fb-share-icon0
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *